সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে অবৈধ স্টোন ক্রাশার মিলে প্রশাসনের অভিযান: পাচটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ণ
জৈন্তাপুরে অবৈধ স্টোন ক্রাশার মিলে প্রশাসনের অভিযান: পাচটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

জৈন্তাপুর থেকে  নিজস্ব সংবাদদাতা ::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত স্টোন ক্রাশার ও বালু ধৌতকরণ মেশিনের বিরুদ্ধে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (১৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।

 

অভিযানে জৈন্তাপুরের বিভিন্ন এলাকায় অবস্থিত বেশ কয়েকটি অবৈধ স্থাপনায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এর মধ্যে লক্ষীপুর ১ম খণ্ড এলাকার একটি বাইব্রেটর (বালু ওয়াশিং) মেশিন, আসামপাড়ার আম্মাজান স্টোন ক্রাশার, মুনতাহা স্টোন ক্রাশার এবং ৪নং বাংলাবাজার এলাকার জালালী স্টোন ক্রাশারসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

 

প্রশাসনের অভিযানে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে একটি ট্রাককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে সহায়তা করেন আবাসিক প্রকৌশলী (পিডিবি) সজল চাকলাদার, ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. রুহুল আমিন, উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসিত বরণ দাস, জৈন্তাপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক রাজিবুল হাসানসহ পুলিশের একটি দল এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, “অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন