ডেস্ক নিউজ ::
করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট আবারও দেশে সংক্রমণের হার বাড়িয়ে তুলেছে। প্রতিদিন দেশের নানা প্রান্তে নতুন রোগী শনাক্ত হচ্ছে। এই ধারাবাহিকতায় এবার সিলেটেও নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুইজন রোগী শনাক্ত হয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, আক্রান্ত দুজনই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। তাদের একজন ৮০ বছর বয়সী পুরুষ, যার শারীরিক অবস্থা গুরুতর। তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। অপরজন একজন নারী রোগী।
জানা গেছে, প্রথম রোগী করোনা শনাক্ত হন গত শুক্রবার, যিনি সিলেটের ইবনে সিনা হাসপাতালে পরীক্ষা করান। এরপর রবিবার নিয়মিত পরীক্ষার মাধ্যমে আরও একজনের দেহে করোনা ধরা পড়ে এবং তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি সুনামগঞ্জে এবং অপরজন সিলেট শহরের বাসিন্দা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,
“যিনি আইসিইউতে আছেন, তার বয়স ৮০ বছরের বেশি। বয়স বিবেচনায় এবং শারীরিক জটিলতার কারণে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।”
এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান জুমবাংলা সাংবাদিক সুয়েব রানা কে ফোন করলে জানান,
“সিলেটে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, এটি সত্য। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চললে বিপদ এড়ানো সম্ভব।”
তিনি আরও বলেন,
“বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। সচেতনতাই আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা।”