সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বালাগঞ্জ হাবিব পার্কে যৌথবাহিনীর অভিযান ইয়াবা সহ ৫ জন গ্রেফতার

admin
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ণ
বালাগঞ্জ হাবিব পার্কে যৌথবাহিনীর অভিযান ইয়াবা সহ ৫ জন গ্রেফতার

বালাগঞ্জ প্রতিনিধি :

সিলেটের  বালাগঞ্জের হাবিব পার্কে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ জুন) সন্ধ্যা রাতে উপজেলা সদর ইউনিয়নের সুইচ গেইট সংলগ্ন হাবিব পার্কে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫ যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন- বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলকচাঁনপুর গ্রামের মৃত আসলাম উল্লাহ ছেলে আমিরুল ইসলাম(৩১), উপজেলা কমপ্লেক্সের মৃত আব্দুল আজিজের ছেলে লুৎফুর রহমান সুমন(৩৩), উপজেলা কমপ্লেক্সের মৃত মুহিব আলীর ছেলে সোহাগ আহমদ(৩০), বাবরক পুর গ্রামের মৃত টুনু মিয়ার ছেলে আমিনুল ইসলাম(৩১), হাসামপুর গ্রামের মৃত তছলিম খাঁনের ছেলে জাহেদ খাঁন(৩২)।

আটককৃতদের বিরুদ্ধে এস আই (নিঃ) কবির হোসেন বাদী হয়ে ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বালাগঞ্জ থানার মামলা দায়ের করেছেন মামলা নং নং-০৩, তারিখ-০৯/০৬/২০২৫ খ্রিঃ

বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

সংবাদটি শেয়ার করুন