জৈন্তাপুর সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে গতকাল শুক্রবার হামলার ঘটনায় ৩৪ জানের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উমনপুর গ্রামের মো. সিদ্দেক আলীর ছেলে মো. তাহের আলী।
শনিবার (৬ জুলাই) বিকেল ৩টায় জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে সাব ইন্সপেক্টর শাহিদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে আসামিদের বাড়িতে তল্লাশি করেন ও ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
মামলা সূত্রে জানা যায়, সিলেট গ্যাস ফিল্ডের কর্মকর্তা মাঈনুল হোসেন হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেআইনি জনতা ঐক্যবদ্ধ হয়ে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপির উমনপুর গ্রামে হামলা করে। এই ঘটনায় উমনপুর গ্রামের মো. সিদ্দেক আলীর ছেলে মো. তাহের আলী বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এই ঘটনায় নারী শিশুসহ ১৫ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলার শিকার পরিবার সূত্রে জানা যায় দুটি বসতঘরে অগ্নি সংযোগ ও তিনটি ঘরে ভাংচুর করা হয়েছে। এঘটনায় প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এমনটিই তাদের দাবি।
অপরদিকে হামলা, অগ্নিসংযোগ এর ঘটনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ একাধিক বার ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশের একাধীক সদস্য মোতায়ন করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হামলার ঘটনার একটি মামলা রেকর্ড করা হয়েছে। হামলার ঘটনার রহস্য এবং ক্ষয়ক্ষতি জানতে পুলিশ বার বার ঘটনাস্থল পরিদর্শন করছে। পাশাপাশি আসামীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।