সিলেট ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঈদ পুনর্মিলনীতে দি জৈন্তা ফুটবল একাডেমি কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

admin
প্রকাশিত জুন ১৩, ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ণ
ঈদ পুনর্মিলনীতে দি জৈন্তা ফুটবল একাডেমি কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

oplus_0

 

জৈন্তাপুর সংবাদদাতা :

ঈদুল আজহার আনন্দকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলতে জৈন্তাপুরের ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ।

 

শুক্রবার (১৩ জুন) বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই ম্যাচটি ছিলো ঈদ পরবর্তী আনন্দ পুনর্মিলনী উপলক্ষে আয়োজনের অংশ।

 

উক্ত প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দেশের স্বনামধন্য খেলোয়াড়দের নিয়ে গঠিত দুটি দল,দি জৈন্তা ফুটবল একাডেমি বনাম সবুজ সংঘ ফুটবল একাডেমি,গোলাপগঞ্জ।

 

খেলাটি উপভোগ করতে মাঠ জুড়ে ছিলো ফুটবল প্রেমীদের উপচে পড়া ভীড়, আর পুরো আয়োজন জুড়ে ছিলো উৎসবের আমেজ। মাঠে সরাসরি ধারাবিবরণী উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মুরাদ হাসান।

 

উক্ত আয়োজনে দি জৈন্তা ফুটবল একাডেমির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার সদস্য ও সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাই এই ধরনের আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এই প্রীতি ম্যাচ ও পুনর্মিলনী আয়োজন স্থানীয় যুব সমাজে ক্রীড়া প্রীতি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।

 

দুটি দলের মধ্যকার খেলায় ২-০ গোলে সবুজ সংঘ ফুটবল একাডেমি গোলাপগঞ্জ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দি জৈন্তা ফুটবল একাডেমি ।

সংবাদটি শেয়ার করুন