সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভালুকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ১

ডেস্ক নিউজ
প্রকাশিত জুন ১৩, ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ণ
ভালুকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ১

 

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মোঃ সেলিম আহম্মেদ (৩২) নামে এক মাদক কারবারিকে দশ কেজি গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

ডিবিপুলিশ সুত্রে জানা যায়,শুক্রবার (১৩ জুন ২০২৫) দুপুরে পৌরসভার থানার মোড় এলাকার মৃত হবি খানের বাসার সামনে থেকে ডিবির এসআই সোহরাব আলী তাকে আটক করেন।

 

পরে ভালুকা মডেল থানায় মাদক মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক কারবারি সেলিম আহম্মেদ ময়মনসিংহের পাগলা থানার মুখি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মুহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমকে আটক করে তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আটককৃত আসামী সেলিম দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত এবং ওই চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!