নিজস্ব সংবাদদাতা ::
চলমান সিলেট-তামাবিল-জাফলং মহাসড়ক চার লেন উন্নয়ন প্রকল্পের আওতায় দক্ষিণ সুরমার পারাইরচক থেকে তামাবিল পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবস্থিত নিজস্ব মালিকানাধীন জমি ও স্থাপনা সংক্রান্ত ক্ষতিপূরণ পাওয়ার বিষয় নিয়ে শুক্রবার (১৩ জুন) এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল এলাকার উপহার কমপ্লেক্স সেন্টারে ক্ষতিগ্রস্তদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় রাস্তার দুই পাশে থাকা জমির মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাজসেবী মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় দীর্ঘ সময় ধরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ নীতিমালা, দালাল চক্রের তৎপরতা, এবং সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের অধিকার ও নিরাপত্তা— এসব বিষয় উঠে আসে আলোচনায়। উপস্থিত ব্যক্তিদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, আরও ব্যাপক প্রস্তুতি নিয়ে আগামী ২৮ জুন একই স্থানে সন্ধ্যা সাড়ে ৮টায় পরবর্তী সভার আহবান করা হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও আয়োজকরা সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সকল ক্ষতিগ্রস্তের স্বার্থ রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পরবর্তী ধাপ হবে।
উল্লেখ্য:: সরকারের চার লেন উন্নয়ন প্রকল্পটি সিলেট অঞ্চলের একটি বড় অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ, যার আওতায় সড়কের দুই পাশের বিপুলসংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যথাযথ ক্ষতিপূরণ ও ন্যায্যতা নিশ্চিত করতে স্থানীয়দের মধ্যে সচেতনতা ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।