সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জাফলংয়ে বেড়াতে এসে বাড়ি ফেরা হলনা মাহিমের

admin
প্রকাশিত জুন ১২, ২০২৫, ০৬:০৭ অপরাহ্ণ
জাফলংয়ে বেড়াতে এসে বাড়ি ফেরা হলনা মাহিমের

গোয়াইনঘাট প্রতিনিধি: :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পর্যটক মাহি চট্টগ্রামের বায়োজিদ থানার আমতৈল শহীদপাড়া এলাকার জামিল আহমদের ছেলে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় একজন পর্যটক পানিতে নেমে গোসল করছিলেন। এসময় পানির নিচে অচেতন অবস্থায় এক তরুনকে দেখতে পান। পরে পর্যটক ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা মৃত অবস্থায় তাকে পানি থেকে তুলেন।

মাহি তার বন্ধুদের সাথে চট্টগ্রাম থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্টে পানি থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন