
ডেস্ক নিউজ :: সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলাম এর উপর হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়ন সিবিএ নেতৃবৃন্দ।
এক প্রতিবাদ বার্তায় জাতীয়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভুক্ত সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-১১০৬) এর বর্তমান ( সিবিএ) সভাপতি প্রদীপ কুমার শর্মা ও সাধারণ সম্পাদক উসমান আলী বলেন দেশের এই সময়ে এসেও জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের উপর হামলা হয় এটি দুঃখজনক। আমাদের জনপ্রিয় নেতা সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলাম’কে একদল সন্ত্রাসী সঙ্গবদ্ধ হয়ে হামলা চালিয়ে তাঁকে গুরুত্ব আহত করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলার ঘটনার সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য: গতকাল রোববার (৮ মে সন্ধ্যায়) সিলেট নগরীর আম্বরখানায় একটি ফলের দোকানে এই হামলার ঘটনায় নুরুল ইসলাম সহ তিনজন আহত হয়েছে।