সিলেট ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

মাধবপুরে পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত মে ২৯, ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ণ
মাধবপুরে পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

গত ১৭ মে রাত ১০ ঘটিকার সময়, হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল মুক্তিযোদ্ধা চত্ত্বরের দক্ষিণ পাশে জনৈক সাজিদুর রহমানের দোকানের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাজিম উদ্দিন ওরফে জামিল (২৭), পিতা-মৃত আলাউদ্দিন, সাং-নোয়াগাঁও (শাহজাহানপুর) গ্রেফতার করা হয়।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন