জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়ন অন্তর্ভুক্ত দি মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে স্থানীয় পাঁচ মৌজাবাসীর আয়োজনে দ্বিতীয় দফা মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬শে মে) বেলা ১১টায় চারিকাটা ইউনিয়নের গুচ্ছগ্রাম মেঘালয় টি এস্টেট সংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে চারিকাটা ইউনিয়ন পরিষদে স্থানীয় জনসাধারণ একত্রে জড়ো হয়ে মিছিল আকারে গুচ্ছগ্রাম এলাকায় মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বেলাল।
মানববন্ধনে বক্তৃতাকালে বক্তারা বলেন, ১মদফা মানববন্ধন ও ২য় দফা অবস্থান কর্মসূচি পালনের পর ভূমি উপদেষ্টা বরাবর পাঁচ মৌজাবাসীর পক্ষ থেকে দরখাস্ত প্রদান করা হয়। হতাশার ব্যাপার হলো এখন পর্যন্ত সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তারা বলেন, পাঁচমৌজার মানুষ স্বাধীনতার পূর্ব থেকে অত্র অঞ্চলে স্থায়ী ভাবে বসবাস করে আসছে। তারা নিজদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর মত বসবাস করতে চায় না। দি মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে উক্ত এলাকায় স্থায়ী ভাবে বসবাসকারীদের নামে জমি বন্দোবস্ত দেয়ার আহবান জানানো হয়। অন্যথায় আমরণ অনশন সহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে আন্দোলনকারী পাঁচমৌজাবাসী।
আরো বক্তব্য রাখেন, স্থানীয় মুরুব্বি মোহাম্মদ কামাল উদ্দিন, সামসুল হক, আজমল হোসেন, জহুরুল ইসলাম, আবদুল মালিক, কবির আহমেদ, বদরুল ইসলাম, তাজুল ইসলাম, ওমর আলি, আনোয়ারুল হক, নেসার আহমেদ সহ পাঁচ মৌজার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।