
ডেস্ক নিউজ :: সিলেটের জৈন্তাপুর উপজেলাধীন ৬ নং চিকনাগুল ইউনিয়নে বিজিডি কার্ডধারীদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ মে) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত।
এসময়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, আমাদের ইউনিয়নের ভিজিডির অধিনে ১৫৫ জনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দু’বছর মেয়াদী এ প্রকল্পের আওতায় এ চাল বিতরণ করা হচ্ছে। এবারের সরকারের পক্ষ থেকে আর ৬ মাস এই কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। প্রতি উপকার ভোগী কে গত জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত একসাথে পাঁচ মাসের চাল দেওয়া হয়েছে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য মুজিবুর রহমান, অহিদুর রহমান, ফখরুল ইসলাম, ইঞ্জি: শরিফুল ইসলাম, নেকবর আলী, আব্দুল অদুদ,সংরক্ষিত মহিলা সদস্য শাবানা বেগম, ফাতেমা বেগম,সাথী বালা সহ কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ ।
চাল পাওয়া উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করে জানান, এই চাল তাঁদের পরিবারের খাদ্য চাহিদা মেটাতে সহায়ক হয়েছে। তাঁরা সরকারের এমন মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।