সিলেট ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জেলা শ্রমিকদলে অভিযোগ: সিলেট গ্যাস ফিল্ডে প্রদীপের নেতৃত্বাধীন কর্মচারী ইউনিয়ন নিয়ে আ’ লীগের দোসরদের চক্রান্ত

admin
প্রকাশিত মে ২৩, ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ণ
জেলা শ্রমিকদলে অভিযোগ: সিলেট গ্যাস ফিল্ডে প্রদীপের নেতৃত্বাধীন কর্মচারী ইউনিয়ন নিয়ে আ’ লীগের দোসরদের চক্রান্ত

জাতীয়তাবাদী শ্রমিকদল নেতাদের বিভ্রান্ত করার চেষ্টায় বহিষ্কৃত ৩ সদস্য: সিলেট গ্যাস ফিল্ডস কর্মচারী ইউনিয়নের অভিযোগ

 

 

ডেস্ক নিউজ :

সিলেট: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-১১০৬) জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত একটি ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠন, সম্প্রতি তিনজন বহিষ্কৃত সদস্য—আব্দুল মালেক, আব্দুর রব খসরু ও জালাল উদ্দিন—এর বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় নেতাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি’র অভিযোগে এনে সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর অভিযোগ করেছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্মচারী ইউনিয়ন ইউনিয়নের সাধারণ সম্পাদক উসমান আলী।

 

অভিযোগপত্রে বলা হয়, উক্ত তিনজন সদস্য ব্যক্তি স্বার্থে প্রতিপক্ষ আওয়ামীপন্থী সংগঠন “কর্মচারী লীগ” (রেজিঃ চট্ট-১৮৮৯)–এর সঙ্গে দীর্ঘদিন ধরে আঁতাত করে চলেছেন। তারা সংগঠনের ভেতরে থেকে নানা ধরনের সুবিধা আদায় এবং কর্মচারী লীগকে নির্বাচনীভাবে সাহায্য করার কাজে লিপ্ত ছিলেন। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো—২০২০ সালের সিবিএ নির্বাচনে তারা নিজেদেরকে কর্মচারী ইউনিয়নের প্রার্থী দলের সদস্য হিসেবে উপস্থাপন করে নির্বাচনী কৌশল, ভোটার তালিকা এবং ভেতরের তথ্য প্রতিপক্ষের হাতে তুলে দেন। পরবর্তীতে ভোটারদের প্রলোভন দেখিয়ে ও নিজেরাও ভোট দিয়ে কর্মচারী লীগকে জয়ী করতে ভূমিকা রাখেন।

 

নির্বাচনের পর তাদের আচরণ আরও স্পষ্ট হয়ে ওঠে। তারা কর্মচারী লীগের নেতাদের সঙ্গে একাধিক অনুষ্ঠান, সভা ও অফিসিয়াল কর্মকাণ্ডে প্রকাশ্যে অংশগ্রহণ করেন। তাদের সামাজিক যোগাযোগ, অর্থনৈতিক সুবিধা গ্রহণ এবং দাপ্তরিক পদক্ষেপে পরিষ্কার হয়—তারা সংগঠনের আদর্শ থেকে সরে গিয়ে প্রতিপক্ষের হয়ে কাজ করছেন।

 

২০২১ সালের ৪ মার্চ এই তিনজন শ্রম আদালতে একটি মামলা দায়ের করেন, যার ফলে সংগঠন আর্থিক ও সাংগঠনিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এমনকি অভিযোগ রয়েছে, এই মামলার সুযোগে সংগঠনের সভাপতি প্রদীপ কুমার শর্মাসহ নেতৃবৃন্দকে বদলি ও হয়রানি করা হয়। মামলার মাধ্যমে সংগঠনের রেজিস্ট্রেশন বাতিলেরও অপচেষ্টা চালানো হয়।

 

অভিযোগ অনুযায়ী, এসব ঘটনা সম্পর্কে অবগত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও ৫নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম ফারুক আহমদ সহ উপজেলা ও চিকনাগুল ও ফতেহপুর ইউনিয়ন বিএনপির ও তার অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। তাঁরা সবাই একযোগে চেষ্টার পরেও বহিষ্কৃতদের সংগঠনের পক্ষের অবস্থানে ফিরিয়ে আনতে ব্যর্থ হন।

 

২০২২ সালের নির্বাচনের আগেও মামলাটি তুলে নেওয়ার মাধ্যমে প্রতিপক্ষকে ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও উক্ত তিনজন ব্যক্তি আবারো কর্মচারী লীগের প্রচারে সক্রিয় অংশগ্রহণ করেন এবং ভোট দিয়ে তাদের জয়ী করতে সহায়তা করেন।

 

অভিযোগে আরও উঠে এসেছে, এই তিনজন সদস্য সরকারি প্রভাব ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। উদাহরণস্বরূপ— জালাল উদ্দিন ২০১৭ সালে তৎকালীন সিলেট-৪ আসনের সংসদ সদস্যের ডিও লেটারের মাধ্যমে কর্মচারী লীগের নেতাদের সহযোগিতায় চাকরি স্থায়ী করেন, আব্দুল মালেক তার ছেলেকে কর্মচারী লীগের সহায়তায় চাকরি পাইয়ে দেন, আব্দুর রব খসরু তার মেয়েকে কর্মচারী লীগের প্রভাবশালী সদস্য সাইদুর রহমান–এর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা নিশ্চিত করেন।

 

এছাড়া, তাদের কর্মচারী লীগের নেতাদের সঙ্গে তোলা ছবি ও কর্মকাণ্ডের প্রমাণ সংযুক্ত করে অভিযোগকারীরা লিখেছেন—“এই তিনজন এখন নিজেদের নির্দোষ প্রমাণ করতে ও সাধু সাজতে চায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত।”

 

অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের ১৫ বছরে বাংলাদেশের বহু প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিকদলের অনুসারীরা ঝরে গেছে, অনেকে প্রাণ বাঁচাতে আওয়ামীপন্থী সংগঠনের ছত্রছায়ায় আশ্রয় নিয়েছে। কিন্তু সিলেট গ্যাস ফিল্ডস কর্মচারী ইউনিয়ন (বি-১১০৬) দীর্ঘ দমন-নির্যাতনের মধ্যেও দলীয় আদর্শে অনড় থেকেছে। আর এই সংগঠনের টিকে থাকার পেছনে যাঁরা কাজ করেছেন, তাদের বিরুদ্ধে আজ চক্রান্ত চলছে বহিষ্কৃতদের মাধ্যমে।

 

সংগঠনের গঠনতন্ত্রের ধারা ৬(ক), ৬(খ), ৭(ক), ও ৭(খ) অনুযায়ী এই তিনজন সদস্যকে সাধারণ সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অভিযোগকারীরা আবেদন জানিয়েছেন, জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতারা যেন এসব বহিষ্কৃত ব্যক্তির মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হন এবং কোনোভাবেই যেন তাদের সংগঠনে ফিরে আসার সুযোগ না দেওয়া হয়।

 

এই অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন: মোঃ উসমান আলী, সাধারণ সম্পাদক, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্মচারী ইউনিয়ন

, আব্দুল হক, সভাপতি, ৫নং ফতেপুর ইউনিয়ন শাখা, জৈন্তাপুর, সিলেট,

আব্দুর রশিদ, সভাপতি, জৈন্তাপুর উপজেলা শাখা, সিলেট, ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক, ৫নং ফতেপুর ইউনিয়ন শাখা, জৈন্তাপুর, সিলেট, মোঃ রুমেল আহমদ, যুগ্ম সম্পাদক, জৈন্তাপুর উপজেলা শাখা, সিলেট, এডঃ মোঃ নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সিলেট জেলা, মোঃ মছদ্দর আলী, সাধারণ সম্পাদক, ৬নং চিকনাগুল ইউনিয়ন শাখা, জৈন্তাপুর, সিলেট।

 

অভিযোগের শেষে একবাক্যে বলা হয় সংগঠন বিরোধী ষড়যন্তকারী বিশ্বাসঘাতক এই তিনজন বহিষ্কৃত সদস্য যেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন কর্মচারী ইউনিয়নে ফিরে এসে আবার কর্মচারী লীগের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ না পায়, সে বিষয়ে দলীয়ভাবে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।”

 

বিজ্ঞপ্তি ::

সংবাদটি শেয়ার করুন