সিলেট ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়নের জরুরী সভায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ

admin
প্রকাশিত মে ১৮, ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ণ
সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়নের জরুরী সভায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ

সিলেট গ্যাস ফিল্ডে প্রদীপের ম্যাজিক শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ

 

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়নের জরুরী সভায় মানবজমিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়ে নিন্দা জানানো হয়েছে।

 

সভায় বলা হয়,আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে লক্ষ্য করেছি যে “সিলেট গ্যাস ফিল্ডে প্রদীপের ‘ম্যাজিক’” শিরোনামে (১৮ মে-২০২৫ ইং) তারিখে জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা একপেশে, উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন এবং মিথ্যা তথ্য দ্বারা পরিপূর্ণ। এতে আমাদের সম্মানিত সভাপত প্রদীপ কুমার শর্মা ও সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়ন (রেজি: ১১০৬) সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

প্রথমত, সভাপতি প্রদীপ কুমার শর্মা কখনোই রাজনৈতিক স্বার্থে কিংবা দলীয় সুবিধা নেওয়ার উদ্দেশ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই।

তিনি সবসময় শ্রমিকদের স্বার্থ রক্ষায় নিরপেক্ষ ভাবে কাজ করে আসছেন। সরকারি বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে উপস্থিত থাকা কোনো রাজনৈতিক আনুগত্য প্রকাশ করে না-বরং এটি দায়িত্বশীল নাগরিক হিসেবে তার অংশ গ্রহণের প্রমাণ করে।

দ্বিতীয়ত, সংবাদে উল্লেখ করা হয়েছে যে, প্রদীপ কুমার শর্মা শ্রমিকদের কাছ থেকে অর্থ গ্রহণ করে চাকরির সুযোগ দিয়েছেন-এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। বাস্তবে, তিনি শ্রমিক সংগঠনের দায়িত্ব থাকায় সিলেট অঞ্চলের অনেক বেকার যুবককের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। কোনো স্বার্থ ছাড়াই, যা স্থানীয় মানুষজন ভালো ভাবেই জানেন।

তৃতীয়ত, যাদের বহিষ্কার করা হয়েছে তারা গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমে যুক্ত থাকায় সর্বসম্মতিক্রমে ইউনিয়ন থেকে বহিষ্কৃত হয়েছেন।

এটি কোনো রাজনৈতিক প্রতিশোধমূলক সিদ্ধান্ত নয়, বরং সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থের একটি অংশ।

রোববার (১৮ মে) বিকেল ৫ টায় সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়ন (রেজি: ১১০৬)’র কার্যালয়ে এক জরুরী সভায় নেতৃবৃন্দ আরও বলেন, আমরা মানবজমিন পত্রিকার প্রতি আহ্বান জানাচ্ছি,পত্রিকায় যেন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখে এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করে। এই প্রতিবেদন আমাদের সংগঠন ও সভাপতির বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়ানোর হীন চেষ্টার অংশ বলে আমরা মনে করি। আমরা এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এসময়ে উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক উসমান আলী,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম,কল্যাণ সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন