উৎফল বড়ুয়া::
বাংলাদেশী বৌদ্ধদের সর্বপ্রাচীন বৌদ্ধ যুব সংগঠন,১৯৬৭ সালে প্রতিষ্ঠিত, বিশ্ব বৌদ্ধ সৌভাতৃত্ব সংঘ (WFBY) এর আঞ্চলিক কেন্দ্র "বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ" একটি সামাজিক ও মানবিক সংগঠন।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ঢাকা অঞ্চলের ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়।
শুক্রবার ১৬ মে রাজধানীর সবুজবাগস্থ অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের সহ সভাপতি ববি বড়ুয়ার সভাপতিত্বে অভিষেক ও শপথ অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।
দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি ছিলেন চিন্ময় বড়ুয়া রিন্টু,চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, জাতীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন Mr. Ken Arai, Director - ASDCL, Japan. শুভেচ্ছা বক্তব্য রাখেন দুলাল কান্তি বড়ুয়া।
উক্ত কমিটিতে সভাপতি সৌমেন চৌধুরী, সাধারন সম্পাদক -সজীব বড়ুয়া সাজু, অর্থ সম্পাদক-তাপস সিংহ, সাংগঠনিক সম্পাদক-সুমন বড়ুয়া সহ ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন বাবৌযুপ জাতীয় কমিটির, ঢাকা সহ বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃবৃন্দ।
পরে সংগঠনের আমাদের আগামীর উত্তরসূরীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সহ মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
শেষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- ঢাকা অঞ্চলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সার্বিক সহযোগিতায় অভিষেক ও শপথ অনুষ্ঠান সফল হওয়ায় সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আগামীতেও বাবৌযুপ এর সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আহবান জানান।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।