
সিলেট:: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জৈন্তাপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) বাদ জুম’আ জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মুফতী জিল্লুর রহমানের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়ে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ফখর উদ্দীন।
সভায় মাওলানা ফারুক আহমদ সিদ্দিকীকে সভাপতি ও হাফিজ মাওঃ রফিকুল ইসলাম রায়হানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি: মুফতী জিল্লুর রহমান, সহ-সভাপতি: হাফিজ মাওলানা ওবায়দুল্লাহ, সহ-সভাপতি: হাফিজ মাওলানা আবুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক: মাওলানা মুবিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক: হাফিজ রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক: হাফিজ মাওলানা জয়নাল আবেদীন, প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা সালেহ আহমদ, দাওয়াহ বিষয়ক সম্পাদক: মাওলানা খাইরুল ইসলাম, শরীয়াহ বিষয়ক সম্পাদক: মাওলানা আব্দুল হান্নান, ফতোয়া বিষয়ক সম্পাদক: মুফতী মিছবাহ উদ্দীন ইউসুফী, মসজিদ বিষয়ক সম্পাদক: মাওলানা সাদিকুর রহমান, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক: মোঃ আরিফুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক: মাওলানা বুরহান উদ্দীন, দপ্তর সম্পাদক: মাওলানা আবু সায়েদ মুহাঃ আব্দুল্লাহ, বায়তুলমাল বিষয়ক সম্পাদক: মাওলানা কবির আহমদ, সহ-বায়তুলমাল বিষয়ক সম্পাদক: মাওলানা আব্দুস সালাম, মিডিয়া বিষয়ক সম্পাদক: মাওলানা শাব্বীর আহমদ, সদস্য: মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ ও মাওলানা সেলিম আহমদ।