সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে সিলেটের একটি হোটেলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রচার কার্যক্রমের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক দুইদিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে দুইদিন ব্যাপী এই সেমিনারে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৎ সাহস নিয়ে জনগনের সেবা করতে পারলে দেশের দ্রুত উন্নয়ন হবে।
সীমিত সম্পদের সুষম ব্যবহার করে জনগনকে উদ্বুদ্ধ করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। মানবিক হয়ে অন্যের জন্য করতে পারলে দেশ ও জাতির উপকার হয়।
সবসময় নিজেদের হালনাগাদ থাকতে হবে। কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে সরকারের সেবা দ্রুত জনগণের কাছে পৌঁছানো যাবে।
এ সময় তিনি পরিকল্পনা প্রণয়নের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন।
আগামী দিনের কার্যক্রমের ধরন, তারুণ্যের ক্ষমতা, শিল্প বিপ্লব, আগামী দিনের কর্মসংস্থান, সামাজিক পরিবর্তন ও সামাজিক সেবা বৃদ্ধি, কোন নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন, সামাজিক ন্যায়বিচার ইত্যাদি বিষয় তার উপস্থাপনায় উঠেআসে।
সেমিনারে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনুসুয়া বড়ুয়া সৃজনশীলতা, নেতৃত্ব ও স্বেচ্ছাসেবায় তরুণদের ভূমিকা এবং পরিচালক ডালিয়া ইয়াসমিন তারুণ্যের ভাবনা ও রাষ্ট্রীয় যোগাযোগ কৌশল নিয়ে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, গুজব প্রতিরোধ ও সনাক্তে আমাদের কার্যকরী অবদান রাখা বাঞ্ছনীয়।
ডিজিটাল যুগে তথ্য যেমন দ্রুত ছড়ায় তেমনি ভুল তথ্য বা অপতথ্য আরও দ্রুত ছড়িয়ে ভাইরাল হয়। এতে সামাজিক বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি হয়।
তাই আমাদের দায়িত্ব হবে গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকা, যাচাই-বাছাই ছাড়া কোন তথ্যে বিশ্বাস না করা এবং সমাজকে তথ্য সচেতন করে তোলা। সেমিনারটিতে সঞ্চালনা করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক ফাহিমা জাহান
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।