ছাতকঃ
ছাতকে থানা পুলিশের অভিযানে সিআর মামলা নং ৬৫৩/২৪ (ছাতক) এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ভাতগাও ইউনিয়নের জালিয়া গ্রামের চেরাগ আলীর পুত্র মোঃ নূর উদ্দিন (৩৮), শরিয়ত আলীর পুত্র কুতুব আলী (৩০), মৃতঃ আব্দুল কাদেরের পুত্র মোঃ নিজাম উদ্দিন (৬২) কে গ্রেফতার করা হয়েছে। এদিকে সিআর মামলা নং-৪৯২/২৪ (ছাতক)এর পরোয়ানা ভূক্ত আসামী জালিয়া গ্রামের খোকন মিয়ার স্ত্রী মোছাঃ সামিনা বেগম (৪০) কে গ্রেফতার করা হয়। ছাতক থানার এসআই গোলাম সারোয়ার, এএসআই তাইজ উদ্দিন, এএসআই সাইফুর রহমান, এএসআই বিশ্বজিৎ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সোমবার রাত ৪ আসামীকে গ্রেফতার করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান সকল আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।##
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।