অনলাইন ডেস্ক :: জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
আজ বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ নিয়ে মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, আপাতত রাজনীতিতে যোগদানের তার কোনো পরিকল্পনা নেই। উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে তিনি আপাতত এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি আরও বলেছেন, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে তিনি পড়াশোনায় মনোযোগী হতে পারছিলেন না। এ কারণে তিনি এ পদ থেকে সরে গিয়ে সাধারণ সদস্য হিসেবে যুক্ত থাকছেন।
তিনি জানান, শহীদ পরিবারে ব্যাংক ঋণ মওকুফ করার জন্য প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব। শহীদ পরিবারের সন্তান, পিতা-মাতা হাসপাতালগুলোতে যেন সুশিক্ষা পায় সেই ব্যবস্থা করব। শহীদ এবং আহতদের পরিবার পুনর্বাসনের জন্য সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা করা হবে। শহীদ ও আহত পরিবারের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।