সিলেট ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তের নলজুরি এলাকায় খেলার মাঠকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৮ মে) সকালে এ পরিস্থিতির উদ্ভব হয় যখন দুই দেশের সীমান্ত জরিপ দল ওই এলাকায় পৌঁছায়।
স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে সীমান্তঘেঁষা একটি খোলা জায়গায় খেলাধুলা করে আসছেন। সম্প্রতি ভারতীয় সীমান্ত পিলার স্থানান্তরের চেষ্টা চালালে সন্দেহ ও উত্তেজনার জন্ম নেয়। ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান।
বিষয়টি নিয়ে বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “ঘটনার সঙ্গে বিজিবি বা বিএসএফের সরাসরি কোনো বিরোধ ছিল না। এটি ছিল দুই দেশের নিয়মিত সীমান্ত জরিপ কার্যক্রমের অংশ।” তিনি আরও বলেন, “২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তির পর যেসব এলাকা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে, এই অংশটি তারই অন্তর্গত। স্থানীয়রা বিষয়টি অবগত না থাকায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়।”
বিজিবি জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের বোঝান এবং উত্তেজনা প্রশমনে কাজ করেন। পরে সার্ভে দল তাদের নির্ধারিত কার্যক্রম শেষ করে নিরাপদে ফিরে যায়।
এদিকে এলাকার অনেকেই জানান, তারা কখনোই জানতে পারেননি যে জায়গাটি ভারতের মধ্যে পড়ে গেছে। সচেতনতার অভাবেই এমন বিভ্রান্তির জন্ম হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ঘটনার প্রেক্ষিতে সীমান্ত অঞ্চলে তথ্য প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক পরিস্থিতি এড়ানো যায়।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।