বালাগঞ্জ :
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে নির্মাণাধীন ''ফতুরখাড়া'' সেতুর নৌপথের সুবিধা রক্ষায় ৩ ফুট উচ্চতা বৃদ্ধি করে নকশা প্রণয়নের সিন্ধান্ত গ্রহন করা হয়েছে । নকশা পরিবর্তন ও অনুমোদনের আগ পর্যন্ত সেতুর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
সিলেট - সুলতান পুর - বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের হাওরাঞ্চলে নির্মাণাধীন ফতুড়খাড়া সেতু,বন্ধ হয়ে যাবে নৌ পথ এই মর্মে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তিপক্ষের নজরে আসে। মঙ্গলবার (৬ মে) বিকেলে সওজ’র নকশা ডিজাইন বিভাগ-২ এর প্রকৌশলী মো. গোলাম মোস্তফা সরজমিনে ফতুড়খাড়া সেতু পরিদর্শন করেন ও স্থানীয়দের সাথে কথা বলেন এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে সওজ’র ডিজাইন বিভাগ-২এর প্রকৌশলী মো. গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান হাওরাঞ্চল বিবেচনায় সেতু নিচু হয়ে গেছে। শিঘ্রই নকশা পরিবর্তন করে উচ্চতা আরো অন্তত ৩ ফুট বৃদ্ধি করা হবে। সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, ২০১৯ সালের নকশা অনুযায়ী সেতুর নির্মাণ কাজ করা হচ্ছে। স্থানীয় উপকারভোগীদের সুবিধার্থে নতুন নকশা অনুমোদন করে সেতু উঁচু করা হবে। চলমান নির্মাণ কাজ বন্ধ থাকবে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।