জৈন্তাপুর প্রতিনিধি::
জৈন্তাপুরে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশনের পক্ষে থেকে নতুন ঘর পাচ্ছেন চিকনাগুল ইউনিয়নের পরিচিত মুখ তাবলীগ জামাতের সাথী আব্দু শহিদ। রবিবার (৪ মে সকাল ১১টায় ঘর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়।
জানা যায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (৭নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা আব্দুস শহিদ বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁর উপর নির্ভরশীল ছয় সদস্যের পরিবার এ-নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি। বসবাসের একমাত্র ঘরটিও ছিল ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ, বৃষ্টি দেওয়া মাত্রই বাহিরে পানি পড়ার আগেই ঘরে বৃষ্টি পানি পড়ে।
এই দুঃখ-দুর্দশার অবস্থা দেখে স্থানীয় সমাজসেবী জামাল আহমদ একই এলাকার যুক্তরাজ্য প্রবাসী মাহতাব আহমেদ কে শহিদ মিয়ার ঘর নির্নাণের জন্য আহবান জানান বিষয়টি জানার পর তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশন।
এই মহতী উদ্যোগের পেছনে আছেন যুক্তরাজ্য প্রবাসী মাহতাব আহমদ, যিনি তাঁর ভাই সিরাজ উদ্দিন, জামাল উদ্দিন জয়নাল ও বোন রওশনয়ারা রতনা-কে নিয়ে এই ঘর নির্মাণের ব্যবস্থা করেছেন। তাঁদের এই একান্ত প্রচেষ্টা একটি অসহায় পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই।
এবিষয়ে সমাজসেবী জামাল আহমদ বলেন,“একটি অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে পেরে আমরা কৃতজ্ঞ। মানবতার এই যাত্রায় সবাই যদি একসাথে এগিয়ে আসি, তাহলে সমাজে আর কেউ অবহেলায় থাকবে না—এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চলেছি।”
মরহুম সাজিদ আলী ফাউন্ডেশন-এর এই সহযোগিতা শুধু একটি ঘর নয়—এটি একটি পরিবারকে নতুন জীবন শুরুর সাহস, স্বপ্ন ও নিরাপত্তা প্রদান করছে। ফাউন্ডেশনটির এই অব্যাহত মানবিক কার্যক্রম নিঃসন্দেহে সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ঘর নির্মাণ ও তদারকির দায়িত্বে সক্রিয়ভাবে কাজ করছেন জামাল আহমদ, তার সাথে সার্বিক সহযোগিতা করছেন আব্দুল হক, মৌলানা তালহা, রাসেল আহমদ ও স্থানীয় মেম্বার আব্দুল ওদুদ । এছাড়াও আরো আর্থিকভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন প্রয়াত আহমদ আলী আমির সাহেব এর পরিবারের সদস্যরা।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।