সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাংবাদিক তুরাবের পরিবারের পাশে ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ণ
সাংবাদিক তুরাবের পরিবারের পাশে ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা

অনলাইন ডেস্ক:

ছাত্র-জনতার আন্দোলনে সিলেটে পেশাগত দ্বায়িত্ব পালনকালে  পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও সিলেটের সমন্বয়করা।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তারা সিলেট মহানগরের যতরপুরস্থ তুরাবের যান। সাক্ষাৎকালে তুরাবের মাকে জড়িয়ে ধরে কেঁদেছেন সমন্বয়করা। এসময় পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান তারা। ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক তুরাব। তিনি নয়াদিগন্ত ও জালালাবাদ পত্রিকার রিপোর্টার ছিলেন।

 

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সিলেট সফরে এসে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ১১ জনের কেন্দ্রীয় একটি সমন্বয়ক দল। রবিবার সকালে ঢাকা থেকে এসেই তারা সাংবাদিক তুরাবের বাসায় যান। সেখানে গিয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমাবেদনা জানানোর পাশাপাশি তুরাব হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন তারা।

 

এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে সমন্বয়করা বলেন, গণ-অভ্যুত্থানের লক্ষ্য সংহতি। সেই সংহতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ছাত্র-জনতার মধ্যে ঐক্যে বজায় রাখতেই তাদের সিলেট সফর।

 

এসময় বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নামে বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সমন্বয়করা।কেন্দ্রীয় টিমের সঙ্গে ছিলেন ছাত্র আন্দোলনের সিলেটি সমন্বয়করা। পরে তুরাবের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন