জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে দি মেঘালয় টি এষ্টেট ইজারা বাতিল এবং ভূমিহীনদের বসতবাড়ী রক্ষার দাবীতে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (এসিল্যান্ড) সহ সর্ব মহলেে আবেদন।
আবেদন সূত্রে জানাযায়, জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের প্রায় ৭০ শতাংশ মানুষ হতদরিদ্র এবং ভূমিহীন পরিবারের অন্তভূক্ত। ভিত্রিখেল পূর্ব-পশ্চিম-উত্তর, নয়াখেল উত্তর-দক্ষিণ ৫টি মৌজার ১২ হাজারের বেশি লোকজন বসবাস করে আসতেছে। উল্লেখিত ৫টি মৌজার ৯শত ৩১টি পরিবার বসবাসের স্বীকতিপ্রাপ্ত হলেও অবশিষ্ট পরিবার গুলো স্বীকৃতি প্রাপ্ত হয়নি। এদিকে দি-মেঘালয় টি এষ্টেট নামীয় নবায়নকৃত ইজারা বাতিল করত: সরেজমিন তদন্তপূর্বক স্বীকৃতি বিহীন পরিবার গুলোর মধ্যে স্থায়ী বন্দোবস্ত প্রদানের জন্য তারা সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (এসিল্যান্ড) বরাবরে লিখিত দাবী জানিয়েছেন। ইতোমধ্যে সকল পরিবারকে উদ্ছেদ করা হয় তাহলে নিজ দেশেই রোহিঙ্গা হিসাবে বস্তু ভিটাহীন হয়ে পড়বে। ফলে ডার ফলে জাতীয় পরিচয় পত্র, ছেলে মেয়েদের পড়ালেখা ভর্তি বিড়ম্বনায় স্বীকার হয়ে পড়বে এই ইউনিয়নের কয়েক হাজার পরিবার। তারা অভিলম্বে দি-মেঘালয় টি এষ্টেট ইজারা বাতিল এবং ভূমিহীনদের বসতবাড়ী রক্ষার তাদের অনুকুলে ভূমি বন্দোবস্তের দাবী জানান।
এদিকে সিলেট বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন দপ্তরে ৫মৌজাবাসীর পক্ষে লিখিত আবেদন করেন আলতাফ হোসেন বেলাল, নাজমুল ইসলাম, কামাল উদ্দিন, আনোয়ারুল হক, আনোয়ার। দি-মেঘালয় টি এষ্টেট ইজারা বাতিল এবং ভূমিহীনদের বসতবাড়ী রক্ষার মানব বন্ধন পালন সহ সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করবে। তারা আরও জানান কোন ভাবে জায়গার দখল ছাড়বে না, দখল নিতে হলে তাদের লাশের উপর দিয়ে দখল করতে হবে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।