কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ, ঝিংগাবাড়ী, বানীগ্রাম এবং কানাইঘাট সদর ইউনিয়নের মানুষের প্রাণের স্পন্দন, আমাদের প্রিয় গাজী বুরহান উদ্দিন (রহ.) সড়ক। এই সড়কটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, হাজারো মানুষের জীবন, স্বপ্ন এবং সংগ্রামের নীরব সাক্ষী।
দুঃখজনক হলেও সত্য, বহুদিন ধরে সংস্কারের অভাবে এই সড়কের অবস্থা চরমভাবে অবনতি ঘটেছে। কোথাও গর্তের রাজত্ব, কোথাও রাস্তার ভাঙন, বিশেষ করে বর্ষায় এই দুর্ভোগ যেন অসহনীয় হয়ে উঠে। প্রতিদিন স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ীরা, সবাইকে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। দুর্ঘটনা, যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার অভিজ্ঞতা এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
কানাইঘাটের এই অঞ্চল এবং এখানকার মানুষ আমার হৃদয়ের খুব কাছের। এখানকার মানুষ ধর্মপ্রাণ, নিষ্পাপ এবং সরল। তাদের সরলতা, ভালোবাসা এবং ইমানদার জীবনযাত্রা আমাকে বারবার মুগ্ধ করে। তাদের কষ্ট আমার নিজের কষ্টের মতোই অনুভব করি। তাই মানুষের এই দুর্ভোগ দেখে আমি কখনো হাত গুটিয়ে বসে থাকিনি।
আমি ব্যক্তিগতভাবে স্থানীয় সরকার, মন্ত্রণালয়, এর শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। রাস্তার বেহাল অবস্থার বিস্তারিত তুলে ধরার পাশাপাশি দ্রুত সংস্কার কাজ শুরুর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছি।
আলহামদুলিল্লাহ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং ইনশাআল্লাহ, খুব শীঘ্রই গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কারকাজ শুরু হবে। ইতোমধ্যে সরেজমিন পরিদর্শনের জন্য টিম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এবং টেন্ডার চুক্তির পুনর্বিবেচনার মাধ্যমে দ্রুত কাজ শুরুর প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া, যেসব এলাকা জরুরি মেরামতের জন্য অপেক্ষা করতে পারবে না, সেইসব জায়গায় তাৎক্ষণিক সহায়তার জন্য আমি আমার, “ফাহিম আল চৌধুরী ট্রাস্ট”- এর সম্মানিত সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি। ট্রাস্টের পক্ষ থেকে স্থানীয় জনগণের সাথে সমন্বয় করে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে ইনশাআল্লাহ।
আমি আমার প্রিয় কানাইঘাটবাসী ভাই-বোনদের অনুরোধ করছি, আসুন আমরা ধৈর্য ধারণ করি, ইতিবাচক মনোভাব নিয়ে উন্নয়নের এই মহাযাত্রায় একসঙ্গে এগিয়ে যাই।
গাজী বুরহান উদ্দিন সড়ক শুধু একটি রাস্তা নয়, এটি আমাদের সম্ভাবনার সেতুবন্ধন — আমাদের সন্তানের ভবিষ্যতের পথ, আমাদের উন্নয়নের প্রতীক।
উল্লেখ্য: কানাইঘাট-সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গাজী বোরহান উদ্দিন রোড দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে চরম বেহাল অবস্থায় পৌঁছেছে। এলাকার সাধারণ জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্থানীয় এলাকা বাসী ।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।