সিলেট ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

মে দিবসে জৈন্তাপুরে শ্রমিক কল্যান ফেডারেশনের র‍্যালী

admin
প্রকাশিত মে ১, ২০২৫, ০৫:০২ অপরাহ্ণ
মে দিবসে জৈন্তাপুরে শ্রমিক কল্যান ফেডারেশনের র‍্যালী

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::

জৈন্তাপুরে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১লা মে) দুপুর ১২:টায় উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন শাখার উদ্যোগে বর্ণাঢ্য এক র‍্যালী বের হয়। এ সময় র‍্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশে শামিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট জেলার উপদেষ্টা ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, সিলেট -৪ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।

 

এ সময় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা শ্রমিক কল্যানের প্রধান উপদেষ্টা মাওঃ গোলাম কিবরিয়া উপদেষ্টা রফিক আহমদ ২নং জৈন্তাপুর ইউনিয়নের উপদেষ্টা নুরুল ইসলাম,ফতেহপুর ইউনিয়নের উপদেষ্টা হাফিজ কামরুল ইসলাম বাবর,আক্কাছ আলী,২৪এর আন্দোলনের যোদ্ধা নুর উদ্দিন শ্রমিক কল্যানের উপজেলা সেক্রেটারি সাইদ আহমদ, জুবায়ের আহমদ,নোমান আহমদ আবুল হোসেন প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিক মালিক উভয় জয়ী হবে।বক্তারা আরো বলেন সরকারী চাকুরীজীবিদের যেরকম রেশন ভাতা চালু রয়েছে , অনুরুপভাবে শ্রমিকের মাঝে ও রেশনভাতা চালু সহ তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।

সংবাদটি শেয়ার করুন