সিলেট ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ণ
সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময়  আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Oplus_0

অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল কামাল ও সাদেককে থামানোর চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

 

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ আহমদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। পরে রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কামাল আহমেদ ও সাদেক আহমেদকে গত ৪ আগস্টের সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের রোববার আদালতে হাজির করা হবে।

 

এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল কামালকে থামানোর চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

 

এসময় কামাল ও সাদেকের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি, ৪ হাজার বাংলাদেশি টাকা, তিনটি মুঠোফোন ও তাদের জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন