
মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:বৃহত্তর জৈন্তা উন্নয়ন পরিষদের আয়োজনে এড. আবদুল আহাদ সাহেবের সভাপতিত্বে নগরীর শিবগঞ্জ লাযযাত হোটেলের দ্বিতীয় তলায় কানাইঘাট-জকিগঞ্জের আগামি দিনের কান্ডারী জননেতা আবুল মনসুর সাজু চৌধুরীর সৌজন্যে চা চক্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রস্তাবাদী সমূহ :
১. বৃহত্তর জৈন্তার প্রতিটি ঘরে ঘরে গ্যাস দিতে হবে ৷
২. এসসি পরীক্ষা চলাকালীন সময়ে ঘন ঘন বিদ্যুত লৌড সেটিং বন্ধ করতে হবে ৷
৩. গাজী বুরহান রোড পূর্ণ সংস্কার করতে হবে ৷
৪. গোয়াইনঘাটের বঙ্গবীর রোড ও হরিপুর থেকে ফতেহপুর রোড সংস্কার করতে হবে ৷
৫.হরিপুর থেকে গাছবাড়ী রোড পূর্ণ সংস্কার করতে হবে ৷
৬. বৃহত্তর জৈন্তায় কোনো দল ও জাতি গোষ্ঠীর আতিপত্য বিস্তার করতে দেওয়া হবে না ৷
উপস্থিত ছিলেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, সিনিয়র সাংবাদিক ফয়েজ আহমদ যুগ্ম আহবায়ক এম আসাদ চৌধুরী, যুগ্ম-সচিব প্রভাষক: মহিউদ্দিন জাকারিয়া, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর সিনিয়র স্টোর অফিসার মো:ফজলে এলাহি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, এবি পার্টির সিলেট জেলা মহানগর আহবায়ক কমিটির অন্যতম সদস্য শ্রমিক নেতা আখতার আহমেদ, বিশিষ্ট লেখক মাওলানা মু’তাসীন বিল্লাহ সাদী সহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।