সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে বিজিবির অভিযান: ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ০৬:২৪ অপরাহ্ণ
সিলেটে বিজিবির অভিযান: ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ছয় কোটি টাকার ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

 

শনিবার (২৬ এপ্রিল) মধ্যরাত থেকে ভোররাত অবধি সিলেট সেক্টরের, সিলেট ৪৮-বিজিবি ব্যাটালিয়নের একাধিক বিওপির বিজিবি টহলদল পৃথক পৃথক অভিযানে সিলেট জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব চোরাচালানের মালামাল আটক করে।

 

জব্দকৃত ভারতে উৎপাদিত বিভিন্ন বিলাসবহুল পণ্যের মধ্যে রয়েছে- লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেড, ফিয়ামা ব্র্যান্ডের সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটক্যাট চকলেট, চিনি, ফুচকা, শুটকি ও পান আটক করা হয়। এ সময় চোরাচালান পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

 

জব্দকৃত মালামালের মূল্য প্রায় ছয় ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

সিলেট সেক্টরের সিলেট ৪৮- ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে এবং অবৈধ চোরাচালান রোধে নিয়মিতভাবে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।

 

তিনি বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশপ্রেম ও কর্তব্যবোধ থেকে এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত পণ্যসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সিলেট অঞ্চলে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি জোরদার করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন