
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার ফুলভরি গ্রামের মো. আক্তার হোসেন (৩২), কাটাখালী গ্রামের নূর আলম (২৪), ফুলভরি গ্রামের তোফায়েল আহমদ (২৪) এবং তার ভাই মূসা মিয়া (২০)।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটের দিকে জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার ইউনিয়নের অন্তর্গত রক্তি নদীতে এই অভিযান পরিচালনা করেন জামালগঞ্জ থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ।
অভিযানকালে প্রায় ১৩০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ ৬৫ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জামালগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।