এম এ কাদির,বালাগঞ্জ :
দয়ামীর - দেওয়ান বাজার সড়কের বালাগঞ্জ ওসমানী নগর উপজেলা সিমান্ত এলাকার আলেকা নামক স্থানে এক সিএনজি অটোরিকশা চালককে গলাকাটা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের নিজ জলালপুর (মানিক পাশা) গ্রামের জয়নাল মিয়ার পুত্র রোমন আহমদ (২২) ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত অনুমান ১০ টায়। এব্যাপারে এখনো থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
আহত রোমন আহমদের পিতা জানান মেডিকেল ভর্তির পর থেকে এখনো তার ছেলের জ্ঞান ফেরেনি।দারিদ্রতার কারণে চিকিৎসা ব্যায় মেটানো অসম্ভব হয়ে পড়ছে এখনো থানায় যেতে পারেন নি। তিনি মামলার প্রস্তুুতি নিচ্ছেন বলে জানান।
উদ্ধারকারী দেওয়ান বাজার ইউনিয়নের হায়দরপুর গ্রামের লায়েক আহমদ জানান দয়ামীর একটি ইনডোরে ফুটবল খেলার জন্য তারা ১০ জনের একটি টিম ২ টি সিএনজি গাড়িতে যাওয়ার পথে আহত যুবককে গলা কাটা রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।তার চালিত নম্বর বিহীন সিএনজি একই স্থান থেকে স্থানীয়রা উদ্ধার করে মাদরাসা বাজার সিএনজি অটোরিকশা শ্রমিক শাখার জিম্মায় রেখেছেন। আহত সিএনজি চালক রোমন মেডিকেল নেওয়ার পথে জ্ঞান থাক অবস্থায় জালালপুর বাজার এলাকার একজন পরিচিত হোটেল শ্রমিকের নাম উল্লেখ পূর্বক ৩ জন লোক তাকে জালালপুর বাজার থেকে ভাড়া করে নিয়ে উক্ত স্থানে গলা কেটে হত্যার চেষ্টা করে।
বলে জানায়।তার এ বক্তব্যের এক মিনিটের একটি বিডিও ক্লিপ উদ্ধারকারীদের কাছে রয়েছে।