
জৈন্তাপুর ::
সিলেটের জৈন্তাপুরে উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে পাওয়ার স্প্রেয়ার ও ধান কাটার আধুনিক যন্ত্র রিপার মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার ( ২১শে এপ্রিল) দুপুর ২:টায় জৈন্তাপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুর থেকে জানানো হয়, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্টেন্ট প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ভর্তুকি মূল্য এই আধুনিক কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়েছে। ৩০% মূল্য পরিশোধের মাধ্যমে কৃষকদের মাঝে গ্রুপ পর্যায়ে তিনটি পাওয়ার স্প্রেয়ার যন্ত্র ও দুইটি আধুনিক প্রযুক্তির ধান কাটার রিপার যন্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় যন্ত্রাংশ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম খান,মামুনুর রশিদ, সালেহ আহমদ, শোয়েব আহমেদ, সানজিদা ইসরাত, হাবিবা বেগম,খাদিজা সুলতানা সহ ফ্রিফ প্রকল্পের আওতায় সুবিধাভোগী কৃষকবৃন্দ।