স্টাফ রিপোর্টারঃ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর শনিবার ১৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৪ঃ০০ ঘটিকায় হাওরের ধান কর্তন পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ , উপজেলা কৃষি অফিসার কাউসার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, জমির মালিক, ধান কাটার শ্রমিক ও হারভেস্টার মেশিন চালকদের সাথে কথা বলেন জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ।
উপজেলা কৃষি অফিসার সংবাদকর্মীকে বলেন চলিত বোরো মৌসুমে জগন্নাথপুর উপজেলায় ২০ হাজার ৪ শত ২৩ হেক্টর জমিতে বোরোধান হয়েছে। আবহাওয়াভালো থাকায় আজ পর্যন্ত হাওরের অবস্থা স্বাভাবিক আছে , এপর্যন্ত হাওরের প্রায় ৪০ থেক ৫০% পর্যন্ত ধান কর্তন করা হয়েছে। পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষক ভাইদের উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান ।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।