সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার, নেপথ্যে যে কারণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার, নেপথ্যে যে কারণ

দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে সিলেটে তিন ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুল ইসলাম ও জুনেদ আহমদ।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

 

সূত্র জানায়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট প্রমাণ ইতিমধ্যে জেলা ছাত্রদলের নিকট পৌঁছেছে। অতএব দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ৩নং তেলিখাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, কামরুল ইসলাম ও জুনেদ আহমেদকে পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বুধবার এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে পত্রে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন