বড়লেখা প্রতিনিধি :
ফিলিস্তিনে নিরিহ মুসলমানদের উপর ইসরাইলী হানাদার কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৪ এপ্রিল) বাদ যোহর বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের তৌহিদ জনতার অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির উপদেষ্টা ও আজিমগন্জ দারুল উলুম টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা শায়েখ খায়রুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির উপজেলা সাধারণ সম্পাদক ও সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জিয়াউল হক, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম এম আতিকুর রহমান।
সমাবেশ আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান, ফয়সাল আলম স্বপন, প্রভাষক তারেক আহমদ, জাতীয় ইমাম সমিতির পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুল্লাহ খান, মাওলানা রেজাউল করিম রাজু, মাওলানা ময়নুল ইসলাম প্রমুখ।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।