
সুনামগঞ্জ:
বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টিভির রজতজয়ন্তী (২৫ বছর) উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রেজাউল করিম বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে বস্তুনিষ্ট সংবাদ প্রচারে আজও একনিষ্ঠ রয়েছেন একুশে টিভি পরিবার। প্রতিষ্টানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর সাকিবুর রহমান, সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম, জেলা সদর ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট খলিল রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম আহমদ তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব রুহুল আমিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত জহুর আলী প্রমুখ।
রবিবার রাত ৯ টায় সুনামগঞ্জ জেলা শহরের পাবলিক লাইব্রেরি (শহীদ জগৎজ্যোতি পাঠাগার) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক একে মিলন আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আবু হানিফ। পরে কেক কেটে রজতজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।