
সিলেট ::
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজন করেছে এক বর্ণাঢ্য ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সাম্প্রতিক অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় এ বছরের পহেলা বৈশাখ উদযাপন করা হবে আরও ব্যাপক ও প্রাণবন্তভাবে। এই আয়োজনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক পরিবেশে মুক্ত সংস্কৃতিচর্চার দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
আগামী ১৪ এপ্রিল, সোমবার- ভোরবেলা ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন দিয়ে দিনের সূচনা হবে। এরপর অনুষ্ঠিত হবে লোকজ ক্রীড়া ‘কাবাডি’। দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে অংশ নেবেন স্থানীয় শিল্পীবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।
সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দসহ সকল শ্রেণি-পেশার জনগণের অংশগ্রহণে এবারের আয়োজন স্মরণীয় হয়ে উঠবে।
এ ছাড়া, মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ও পৌরসভা বিএনপি কমিটি নিজস্ব উদ্যোগে পৃথক কর্মসূচির মাধ্যমে নববর্ষ উদযাপনের নির্দেশনা দিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।
সবার অংশগ্রহণে এই উৎসব হয়ে উঠবে জাতীয় ঐক্যের প্রতীক- এমন আশাবাদ জানিয়ে সিলেটবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।