গোয়াইনঘাটে অবৈধ ভারতীয় চিনি জব্দ, অভিযান চালায় সেনাবাহিনী
সুয়েব রানা (সিলেট)
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি গোপন গোডাউনে অভিযান চালিয়ে ভারতীয় উৎপাদনের অবৈধ ৬০ বস্তা চিনি জব্দ করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১২ এপ্রিল) ভোররাত আনুমানিক ২টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বীর ব্যাটালিয়নের বিএ- ক্যাপ্টেন মাহমুদ বিন মাহফুজ সাইফ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি চালানো হয় গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাজার এলাকায় অবস্থিত একটি মিষ্টির দোকানের গোপন গোডাউনে। সেখান থেকেই ভারতীয় ‘হোয়াইট ক্রিস্টাল সুগার’ ভর্তি ৬০ বস্তা চিনি উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, জব্দকৃত চিনির বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।