
সুনামগঞ্জ ::
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোন আশঙ্কা নেই। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের ফিরিয়ে আনার বিষয়ে একটি চুক্তি হয়েছে। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে বৃহস্পতিবার দুপুরে এসব কথা বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো বিভিন্ন থানার বেশ কিছু অস্ত্র উদ্ধার কাজ চলছে। এসব উদ্ধার হয়ে গেলে পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খাঁন মোহাম্মদ রেজা উন-নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর) মোহাম্মদ জাহিদুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।