সিলেট ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৫, ০৫:২৯ অপরাহ্ণ
সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রাইজুল (৭৪) গ্রেপ্তারের পর কারাগারে অসুস্থ হয়ে পড়েন।  বুধবার(৯ এপ্রিল)  রাতে পুলিশি তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

 

রিয়াজুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা আবু বক্কর। তিনি জানান, গতকাল রাত ১০টা ২০ মিনিটের সময় তাঁর মৃত্যু হয়। লাশ হাসপাতালে পুলিশের জিম্মায় আছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হৃদ্‌রোগ, শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন।

 

এত আগে ঈদ উল ফিতরের আগের দিন (৩০ মার্চ) সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। পড়ে জেল হাজতে গুরুতর অসুস্থ হলে ইউপি চেয়ারম্যান রাইজুলকে ৫ এপ্রিল শনিবার পুলিশি হেফাজতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। মস্তিষ্কের সমস্যায় মঙ্গলবার সকালে চেয়ারম্যান রাইজুল ইসলামের মাথায় বড় ধরণের অপারেশন হয়। অপারেশনের পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যুবরণ করেন তিনি।

 

আবু বক্কর জানান, ৪ এপ্রিল তাঁরা জানতে পারেন, কারাগারে তিনি গুরুতর অসুস্থ, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ঈদের পরদিন ঘটনা হলেও কারাগার থেকে জানানো হয়েছে তিন দিন পর। এরপর অবস্থার অবনতি হলে কারাগার থেকে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হয়। এরপর গতকাল রাতে তিনি মারা গেলেন।

 

ক্ষোভ প্রকাশ করে আবু বক্কর বলেন, ‘পুলিশ নিরপরাধ, অসুস্থ মানুষটাকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করেছে। এরপর হাসপাতালে আমরা বারবার বলেছি, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, আমাদের সব সামর্থ্য আছে। কিন্তু আমাদের কথা কেউ শোনেনি।’

 

পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য জোবায়ের আহমদ ও ৫নং ওয়ার্ডের সদস্য আবদুল বাসিত বলেন, চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুলের মৃত্যুতে ইউনিয়নবাসী ও আত্মীয়স্বজনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন