শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কাঠালিয়া গ্রামে মালিকানাধীন জায়গা থেকে জোরপূর্বক গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে৷
মঙ্গলবার(৮ এপ্রিল) শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর কাঠালিয়া গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র হাবিবুর রহমান গংদের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের মুজাফর আলীর পুত্র আব্বাস আলী(৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগণ উশৃংখল , পরধন লোভি ও খারাপ প্রকৃতির লোক। অভিযোগে বর্ণিত ভূমি বিগত ১শত বছর যাবৎ মৌরশী সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছেন অভিযোগকারী। গত কিছুদিন যাবৎ উল্লেখিত বিবাদীগণ উপরোক্ত তাফসিল বর্ণিত ভূমি দখল করার পায়তারা করে আসতেছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল ৪ টার দিকে বিবাদীগণ উপরোক্ত তফসিল বর্ণিত যায়গার উপর বাদীর লাগানো বিভিন্ন ধরনের ৭টি গাছ কেটে ফেলেন। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। গাছ কাটা প্রতিহত করার চেষ্টা করলে বিবাদীগণ বাদীকে প্রাণ হত্যার হুমকি প্রদান করেন। পড়ে সুর চিৎকারে শুনে আশপাশের লোকজন এসে বিবাদীদের কবল থেকে বাদীকে রক্ষা করেন। এমতাবস্থায় বিবাদীদের দ্বারা যেকোন সময় বাদী ও পরিবারের লোকজনের জানমালের ক্ষতিসাধন হওয়ার সম্ভাবনা বিদ্যমান। তাই বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেই এমন অভিযোগ দায়ের করেছেন বাদী আব্বাস আলী।
অভিযোগকারী আব্বাস আলী বলেন, বিবাদীরা জোরপূর্বক আমার মালিকানাধীন জায়গা থেকে গাছ কেটে ফেলেছেন৷ তাদের বাঁধা দিলেও তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন৷ আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি৷
কথা হলে অভিযুক্তরা জানান, মালিকানাধীন জায়গা থেকে কোন গাছ কাটা হয়নি৷ এই গাছগুলো মাজারের জায়গায় তাই আমরা কেটেছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন৷
অভিযোগের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।