
জৈন্তাপুরে বাংলা নববর্ষ যথাযথভাবে উদযাপনের প্রস্তুতিমূলক সভা
জৈন্তাপুর প্রতিনিধি::
সিলেটের জৈন্তাপুরে জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ই এপ্রিল) বিকেল ৩:টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডাঃ এন ইসলাম ফারুক।
সভায় আগামী ১৪ই এপ্রিল ১লা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্যের সাথে মিল রেখে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওইদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হবে।
শোভাযাত্রায় চিরায়ত বাংলার ঐতিহ্যকে প্রধান্য দিয়ে সকল শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করার সুযোগ থাকবে। মঙ্গল শোভাযাত্রা শেষে বিয়াম স্কুলের সন্নিকটে ঐতিহাসিক বটতলায় বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি বটতলা এলাকায় স্হাপন করা হবে মৃৎশিল্প ও হস্তশিল্প পন্যের স্টল।
এ সময় প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী,জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক লিটন চক্রবর্তী ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান , যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিদর্শক জাকির হোসেন, জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা হ্যাপী রানী সরকার, সহকারী প্রোগরামার আবদুল্লাহ আল মামুন।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ট্রাইভাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লেমন চিশিং, খাঁশিয়া সেবা সংঘের সভাপতি সুরঞ্জিত রাম্বাই,সাধারণ সম্পাদক নিওয়েল নাইয়াং,জৈন্তাপুর শিল্পকলা একাডেমির শিক্ষক রেজাউল করিম রাজা সহ সাংস্কৃতিক কর্মী সহ অন্যান্যরা।