সিলেট ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ণ
জামালগঞ্জে জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মো. শাহীন আলম,

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের লালবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা তোফায়েল আহমদ খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর জামালগঞ্জ উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুহীত, জামালগঞ্জ সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়নের সভাপতি আতিকুর রহমান, ফেনারবাঁক ইউনিয়নের সভাপতি মোশায়েল আহমদ ও খাইরুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সমাবেশে সভাপতিত্ব করেন ভীমখালী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবিব।

 

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বর্তমানে দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হলেও গণমানুষের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আল্লাহর অশেষ রহমতে দলটি আজও টিকে আছে এবং দেশবাসীর মুক্তির সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।

 

প্রধান অতিথির বক্তব্যে মাও. তোফায়েল আহমদ খান বলেন, “দেশমাতৃকার কল্যাণে সকল বিভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সকল প্রকার জুলুম-নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

 

সমাবেশের শেষপর্যায়ে আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত ও নির্যাতিত নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া ও সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন