জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও দপ্তর সম্পাদক ইতালি প্রবাসী ছাব্বির আহমদ স্বদেশে আগমন উপলক্ষে বরণ ও সংবর্ধনা জানানো হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলা প্রবেশ গেইট এলাকায় ছাব্বির আহমেদ কে বরণ করে নিতে শত-শত নেতাকর্মী উপস্থিত হয়ে তাকে বরণ ও ফুলেল শুভেচ্ছা জানান। এক সংক্ষিপ্ত বক্তব্যে ছাব্বির সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানান ও তার প্রতি এই ভালোবাসা আজীবন স্মরণ রাখবেন।
পরে নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তার নিজ এলাকা হরিপুর বাজারে এক পথসভা মিলিত হন।
নিজ এলাকা বাসীর ভালবাসা আর শতশত নেতাকর্মীর ফুলেল সিক্ততায় মুখরিত হয়ে উঠে নিজ হরিপুর বাজার ।
এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেব দলের সাবেক আহবায়ক আলতাফ হোসেন বিলাল, বর্তমান আহবায়ক মোঃ শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস,চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান আহমেদ, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোয়েব আহমেদ সহ উপজেলার বিভিন্ন ইউনিট ও কলেজের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।