নিউজ ডেস্ক ::
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ সংগ্রাম, দমদমিয়া, লবিয়া, কালাইরাগ, তামাবিল, বাংলাবাজার, শ্রীপুর ও বিছনাকান্দি সীমান্ত চৌকিতে পরিচালিত অভিযানে এসব পণ্য আটক করা হয়। বিজিবির তথ্যানুযায়ী, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ ২৬ হাজার ৫০ টাকা।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ডিসপ্লে, বিভিন্ন প্রসাধনী সামগ্রী (মেলনোর ক্রিম, ক্লোবিটা ক্রিম, গোমেলা ক্রিম, ফোমিং ফেস ওয়াশ, স্কিন সানরাইজ ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, হোয়াইট টোন ক্রিম, ক্লোপ জি ক্রিম, হেয়ার ফল সিরাম, গ্লোটাবেট সি ক্রিম, সানস্কিন জেল), খাদ্যপণ্য (চকলেট, চিনি, শুটকি, সুপারি), মাদকদ্রব্য (বিয়ার, মদ) ও গবাদিপশু (গরু)। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ উদ্ধার করা হয়েছে। চোরাচালান কাজে ব্যবহৃত একাধিক ইজিবাইকও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, "বিজিবি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান রোধে আমাদের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। আটককৃত মালামালের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।