সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আজাদী নাশিদ সন্ধ্যা

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৫, ০৬:২১ অপরাহ্ণ
শাল্লায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আজাদী নাশিদ সন্ধ্যা

শাল্লায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আজাদী নাশিদ সন্ধ্যাঃ

 

 

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ

ব্যক্তিগঠন ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন।

 

এ শ্লোগানকে সামনে রেখে ছাত্র জমিয়ত বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার আয়োজনে ৩ এপ্রিল বৃহস্পতিবার জমিয়ত কার্যালয় সংলগ্ন মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আজাদী নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় আব্দুল করিম দিলদার, আহমদ উসমান-সিলেট, মোহাম্মদ আব্দুল্লাহ আফিফ -ঢাকা,

 

সাইফ রহমান, মাহমুদ হাসান সৌরভ-হবিগঞ্জ,

 

সাদিকুর রহমান হৃদয়-সুনামগঞ্জ,  আব্দুল আলীম সাদী, নাঈম উদ্দিন, হেদায়েতুল্লাহ ফয়সাল, জুনাইদ আহমদ- শাল্লা, সহ আগত  ও স্থানীয় প্রমূখ শিল্পীগণ জমজম শিল্পীগোষ্ঠীর নন্দিত উপস্থাপক ও গায়ক আলী মর্তুজা বিন আমীন এর উপস্থাপনায় তাদের সুরেলা কণ্ঠে হামদ – নাত ও কেরাত, পরিবেশন করে দর্শকের মুগ্ধ করেন।

 

উক্ত অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম শাল্লা শাখার দায়িত্বশীল বিভিন্ন নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের  প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন