ডেস্ক নিউজ ::
সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ১৮ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যাক্তির নাম সুব্রত দাস (২৭)। সে ফরিদপুরের নগরকান্দা উপজেলার জগদিয়া গ্রামের সঞ্জিদ কুমার দাসের পুত্র।পেশায় সে একজন বাস চালক।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার (১লা এপ্রিল) হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় হরিপুর সেনাক্যাম্পের ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম জাফলং থেকে আগত সেলফি পরিবহনের একটি বাস ( রেজি নং – ঢাকা মেট্রো ব- ১৪-৫৫১৫) তল্লাশী চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
সেনা সূত্রে আরো জানা যায়, বাসটি রাজধানীর সাভার এলাকা থেকে ইসকন সদস্যদের নিয়ে জাফলং ভ্রমণের উদ্দেশ্য এসেছিলো। পরে বাসের চালককে আটক করে বাকি যাত্রীদের গাড়ী সহ ছেড়ে দেয়া হয়েছে।
আটক হওয়া বিদেশি মদগুলোর মধ্যে ৪ বোতল ম্যাজিক মোমেন্ট, ৪ বোতল রয়েল স্টেগ,২ বোতল ইম্পেরিয়াল ব্লু, ২ বোতল সিগনেচার, ৩ বোতল বেলাক ও ২ বোতল ব্লেডার প্রাইড রয়েছে।
সেনাক্যাম্প সূত্রে আরো জানা যায়, আটক হওয়া বিদেশি মদ সহ সুব্রত দাসকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে নিশ্চিত হওয়া গেছে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।