সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে দুই দলের সংঘর্ষে ৫০ জন আহত

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২৫, ০৫:১৮ অপরাহ্ণ
লাখাইয়ে দুই দলের সংঘর্ষে ৫০ জন আহত

 

লাখাই প্রতিনিধি::

হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে । এতে উভয়দলের প্রায় ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের পূর্ব তেঘরিয়া দর্জি হাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব তেঘরিয়া গ্রামের বাসিন্দা ঢাকা মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে আব্দুল মুকিত ও রোকন মিয়া । ঈদের কয়েকদিন আগে বাড়িতে আসলে তাদের মধ্যে একটি টিভি বিক্রি করা কেন্দ্র করে হাতাহাতি কথা কাটকাটি হয়। ঘটনা শুনে ইউপি চেয়ারম্যানসহ স্থানীয গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টিকে মিমাংসা করার জন্য মঙ্গলবার সকালে সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে দুই দলের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে দুইদলের প্রায় ৫৯ জন লোক আহত হয়েছে । আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা প্রেরণ করা হয়েছে । আহতদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়েছে।

 

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরো বলেন দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন