সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

কারাগারে নিহত আলাউদ্দিনের পরিবারের পাশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ১১:২১ অপরাহ্ণ
কারাগারে নিহত আলাউদ্দিনের পরিবারের পাশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

কারাগারে নিহত আলাউদ্দিনের পরিবারের পাশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

 

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কারাগারে নিহত বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

উল্লেখ্য, বিএনপি নেতা আলাউদ্দিন ২০২৩ সালের ১০ জানুয়ারি বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের হামলায় আহত হন। আদালত প্রাঙ্গণে বাদি-বিবাদির মারামারির ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালত আলাউদ্দিনকে কারাগারে পাঠান। কারাগারে থাকাবস্থায় ১২ জানুয়ারি তিনি মারা যান।

 

রোববার বিকেলে তারেক রহমানের সরাসরি তত্বাবধানে বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে ঈদ উপহার হিসাবে অর্থ ও ঈদ শুভেচ্ছা কার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, মৌলভী বাজার জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সৈয়দ আশরাফুল মাজিদ খোকন, বড়লেখা উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য এস এম শরিফুল ইসলাম বাবলু। বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা শাখার সহ-সাধারন সম্পাদক আফজল হোসেন,৩নং নিজবাহাদুরপুর ইউ/পি সদস্য, যুবদল নেতা এমরানুল হক বাবু,০৭ নং ওয়াড বিএনপি সহ সাধারণ সম্পাদক সোলেমান রাজু,৪নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক

বাহার উদ্দিন,বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আহমেদ মজনু,আহবায়ক কমিটি বড়লেখা পৌর যুবদলের সদস্য,হিফজুর রহমান, পৌর যুবদল নেতা নাসিম আহমেদ চৌধুরী শাকিফ,নিজবাহাদুরপুর ইউনিয়ন যুবদল নেতা মিসবাহ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন