সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে স্বাধীনতা দিবস কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত 

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ০৭:১৩ অপরাহ্ণ
জৈন্তাপুরে স্বাধীনতা দিবস কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত 

জৈন্তাপুরে স্বাধীনতা দিবস কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত

 

 

জৈন্তাপুর প্রতিনিধি

 

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -২০২৫ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬শে মার্চ) সকাল ১০:০০ ঘটিকায় জৈন্তাপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় কুচকাওয়াজে প্যারেড কমান্ডার জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

 

এ সময় অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় সালাম গ্রহন মঞ্চে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস।

 

পরে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন জৈন্তাপুর মডেল থানা,আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

 

এ আগে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মিলাদুর রহমান, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান, ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ উসমান গনী।

 

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সহ বীরমুক্তিযোদ্ধাগণ ও পরিবারের সদস্যরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ আল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ অন্যান্যরা।

 

পরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে কুচকাওয়াজে অংশ গ্রহনকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এরপর জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন